টাঙ্গাইলে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল স্টেডিয়ামে সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারদের আয়োজনে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির উদ্যোগে ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় সাবেক ও বর্তমান খেলোয়াররা তাদের বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে ঠিকমত লীগ না হওয়ায় খেলোয়াররা তাদের খেলা থেকে বঞ্চিত হয়েছে। ক্রিকেট কে বাঁচাতে হলে সময়মত লীগ চালাতে হবে। টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির কমিটির কোন কার্যক্রম না থাকায় টাঙ্গাইল জেলার ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে কোন ঐক্য নেই। তাই আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছি।
টাঙ্গাইলের ক্রিকেট খেলাকে আর উন্নত করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সাবেক ও বর্তমান খেলোয়াররা। এ সময় সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সাথে টাঙ্গাইল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। সাবেক ও বর্তমান খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন দে. মো. সাইফুল ইসলাম, অরিন্দম পাল (লিটন), মোহাম্মদ খালিদ হায়দার খান (রাকিব), মামুন অর রশিদ খান, স্বপন কুমার দত্ত, এস.এ.আর রাশেদ, রানা, শাহ আজিজ বাপ্পি, মো. আরাফাত রহমান, জয়রাজ শেখ ইমন, জাহিদ হোসেন টিটু, আবু নাছের মানিক, মেহেদী হাসান মারুফ,রাসেল, রাফেল, ইমন, রিপনসহ সাবেক ও বর্তমান ক্রিকেট খেলোয়ারবৃন্দ।
মতবিনিময় সভায় ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সাংগঠনিক কাজ চলমান রাখার জন্য আবু নাসের মানিক কে আহব্বায়ক ও মেহেদী হাসান মারুফকে সদস্য সচিব করে কমিটি ঘোষনা করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরন করা হয়।