টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে মধুপুর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
১০ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা হতে রাত পর্যন্ত মধুপুর উপজেলার বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শনের সময় পুজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকদের সাথে তিনি মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.শফিকুল ইসলাম, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন , উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. এমরানুল কবীর, পূজা উৎযাপন পরিষদের সভাপতি বাবু সুশীল কুমার দাস,সাধারণ সম্পাদক সাধন কুমার মজুমদার’সহ অন্যান্য কর্মকর্তাগন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন সরকার’ সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।