টাঙ্গাইলের মির্জাপুরে সবজি খুব চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে বিপাকে পরছে সাধারণ ক্রেতারা। মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম ৩০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
সাধারণ মানুষ বলেন, পূজা উপলক্ষে সবজির বাজার চড়া হয়েছে। তবে দূর্গাপূজা উৎসব শেষ হলে আগামী সোমবার থেকেই সবজির দাম কমে যাবে বলে ধারণা করছেন কাচাঁমাল ব্যবসায়ীরা।
যেখানে কয়েকদিন আগে কাচাঁমরিচ ছিল ২০০-২৫০ টাকা কেজি সেখানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪৮০ টাকা দরে। এছাড়াও অন্যান্য সবজি এ সপ্তাহে বিক্রি হচ্ছে, করলা ১২০ টাকা, ঢেরশ ১২০,শিম ৪২০ টাকা কেজি, পেঁয়াজ-১২০ টাকা কেজি, বেগুন-১০০ টাকা ,ফুল কপি-১৬০ টাকা কেজি, টমেটো-২৪০ টাকা কেজি, মুলা-৮০ টাকা কেজি,পাতা কপি-৬০ কেজি, পঞ্চমুখী কচু-৭০ টাকা কেজি, শসা-৮০ টাকা কেজি, পটল-৮০ টাকা, দেশী লাউ ১০০ কেজি, মিস্টি লাউ ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
১১ অক্টোবর কয়েকজন সবজি ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির কারণে ও শারদীয় উৎসবের কারণে কাঁচামরিচ সহ প্রায় সব সবজির দাম গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেড়েছে। আমরা গত সপ্তাহে যে দাম দিয়ে সবজি পাইকারি দরে কিনেছিলাম, তা এই সপ্তাহে বেশি দাম দিয়ে কিনতে হয়েছে। আর তাই আমরা বেশি দামে বিক্রি করছি।
বাজারের সাধারণ ক্রেতা কয়েক জনের সাথে কথা হলে তারা বলেন, আগের চেয়ে এখন বেশী দামে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে হচ্ছে । পানির দামে (১৫) বিক্রি হচ্ছে ডিম, সয়াবিন ১৭৫ টাকা লিটার, চাল ২৫ কেজির দাম ১৫০০-১৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, ডাল ১২০-২২০ টাকা কেজি আর সবজি তো হাত দেওয়ায় যায় না।