প্রাথমিক শিক্ষা সপ্তাহে টাঙ্গাইলে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হলেন মনির খান ইমন। প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে জেলা পর্যায়ে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষকদের নাম ঘোষণা করেছে শিক্ষা পদক বাছাই কমিটি। টাঙ্গাইলের বাসাইল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনির খান ইমন জেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।
জেলা প্রাথমিক শিক্ষক যাচাই বাছাই কমিটি মনির খান ইমনকে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত ০৮ অক্টোবরের চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত হয়।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনির খান ইমন বলেন, শিক্ষক হিসেবে আমি আমার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছি। কাজের মূল্যায়নের প্রক্ষিতে আমি জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় খুবই আনন্দিত।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন বলেন, প্রতি বছরের মতো এ বছরেও কাজের মূল্যায়নের ভিত্তিতে উপজেলা পর্যায়ে একটি শ্রেষ্ঠ স্কুল, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা, শ্রেষ্ঠ সহকারি শিক্ষক, শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ ইনস্ট্রাক্টর, শ্রেষ্ঠ সহকারী শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচন করা হয়। তাদের আবার জেলায় যাচাই বাছাই করে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। সেখানে বাসইল উপজেলা থেকে মনির খান ইমন জেলায় শ্রেষ্ঠ সহকারি শিক্ষক হিসেবে বিবেচিত হয়েছেন।
মনির খান ইমন সহকারি শিক্ষক হিসেবে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলারবার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত রয়েছেন। পেশাগত জীবনে তিনি বাংলা বিষয়ের মাস্টার ট্রেইনার, আই সিটি তেও একজন দক্ষ শিক্ষক।
ছাত্র জীবনে ৫ম শ্রেণিতে বাসাইল উপজেলার ব্রাক্ষণপাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন। ৮ম শ্রেণিতে বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেন।
বাসাইল মালিক মাজেদা উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে ঢাকা নটরডেম কলেজে ভর্তি হন। নটরডেম কলেজ থেকে এইচ এস সি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান থেকে অনার্স ও মাস্টার্স পাস করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট থেকে বি এড ও এম এড ( Inclusive Education) এর উপর কোর্স সমাপ্ত করেন ।
বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতার পাশাপাশি, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং UCC, Udvash, Unmesh ও Paragon এর সাধারণ জ্ঞান ও বাংলার সিনিয়র লেকচারার। বাজারে ভর্তি কোচিং এর সাধারণ জ্ঞান সহ বেশ কয়েকটি বইয়ের লেখক।
শ্রেষ্ঠ শিক্ষক মনির বাংলাদেশ স্কাউটস, বাসাইল উপজেলার কাব স্কাউটের যুগ্ম সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাসাইল উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক। মনির ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার টাঙ্গাইল জেলার সাংগঠনিক সম্পাদক।
প্রথম চাকুরীতে যোগদান করেন ২০১৪ সালের ৩ ডিসেম্বর, ফুলকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে বদলি হয়ে সৈদামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তারপর ২০২৩ সালের ২২ জানুয়ারি বদলি হয়ে বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর অদ্যবধি কর্মরত রয়েছেন।
শিক্ষকতা পেশায় উর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, কচিকাঁচা শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষানুরাগী, যুব সমাজ সহ সুধীজনদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রয়েছে।
শ্রেষ্ঠ সহকারি শিক্ষক মনির খান ইমন বলেন, আমি মনে করি আমার যাত্রা এখনো সমাপ্ত হয়নি। আমি প্রতিদিন নতুন জিনিস শিখছি এবং আমার শিক্ষার কৌশল উন্নত করার জন্য চেষ্টা করি। আমার স্বপ্ন হচ্ছে যত টুকু সম্ভব অধিক শিক্ষার্থীর জীবনে পজিটিভ প্রভাব ফেলা।