টাঙ্গাইল জেলা ‘নিরাপদ সড়ক চাই’র সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আব্দুল্লাহ আল ঝাণ্ডা চাকলাদার সোমবার( ১৪ অক্টোবর) ভোরে সদর উপজেলার চারাবাড়ি এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন সকালে টাঙ্গাইল এতিমখানা মাঠে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয়।
তিনি টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গণে ঝাণ্ডা চাকলাদার’ হিসেবে সমধিক পরিচিত ছিলেন। জেলা শহরে তিনি বেশকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তিনি জেলা অ্যাডভোকেট বার সমিতির সদস্য প্রয়াত অ্যাডভোকেট সেকান্দার আলীর ৮ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন। পরিবারের সদস্যদের কাছে তিনি ‘মিয়াভাই’ হিসেবে চিহ্নিত ছিলেন। তার অকাল মৃত্যুতে জেলার সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।