টাঙ্গাইল জেলার বিশেষ টাস্কফোর্স এর একটি টিম ১৫ অক্টোবর পৌর এলাকার সিটি বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রশাসনের নির্বার্হী ম্যাজিস্ট্রেট কর্তৃক মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় রশিদ না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে কৃষি বিপণন আইন-২০১৮ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে ৪,০০০/- টাকা অর্থদন্ড দেয়া হয়।
অপরদিকে আরেকটি টিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিভিন্ন দোকান তদারকি করে। ওই সময় দ্রব্যাদির ক্রয়, বিক্রয় রশিদ/রেজিস্টার, মূল্য তালিকা যাচাই করা হয়। মূল্য তালিকা না থাকা ও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী জাতীয় ভোক্তা- অধিকার সংরক্ষণ অধিদপ্তর, টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক মোট ০৫টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০,০০০/- জরিমানা করা হয়। মোট ২৫টি প্রতিষ্ঠান তদারকি করা হয়।
তদারকিকালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য তালিকা প্রদর্শন ও পাকা রশিদ প্রদান ও ক্রয় রশিদ সংরক্ষণ নিশ্চিত করার জন্য বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতাদের অনুরোধ করা হয়। ব্যবসায়িদের স্বল্প মুনাফায় পন্য বিক্রির জন্য অনুরোধ জানানো’সহ তাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়। টিমে জেলা খাদ্য কর্মকর্তার প্রতিনিধি, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তার প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহায়তা করেন। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সকল তথ্য জানান।