টাঙ্গাইলে পুলিশ সুপারের ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার, আটক ১: টাঙ্গাইলে পুলিশের ইন–সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপারের ছিনতাই হওয়া মুঠোফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার ছিনতাইয়ের সঙ্গে জড়িত এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম মো. হাবিব (২২)। তিনি টাঙ্গাইল শহরের থানাপাড়া এলাকার মৃত মোকবুল হোসেনের ছেলে।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবীর আহম্মেদ জানান, গতকাল পুলিশ সুপার মো. ইমামুর রশীদ টাঙ্গাইল শহরের ক্লাব রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁর মুঠোফোনটি ছিনতাই হয়। এ বিষয়ে তিনি লিখিতভাবে থানায় জানান। পরে সদর থানা-পুলিশ ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে একজনকে শনাক্ত করে। পরে শনিবার বিকেলে শহরের ব্যাপারীপাড়া বোখারী মসজিদের সামনে থেকে হাবিবকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাঁর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ডাকাতির প্রস্তুতি, চুরি’সহ একাধিক মামলা রয়েছে।