টাঙ্গাইলের গোপালপুরে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার শাখারিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার শাখারিয়া গ্রামের মো. মনিরুজ্জামানের স্ত্রী নুরজাহান খাতুন (৪৮) ও ভূঞাপুর উপজেলার জগৎপুরা গ্রামের মো. লাল খানের ছেলে রোকনুজ্জামান রোকন খান(৩০)।
জেলা গোয়েন্দা পুলিশ দক্ষিণের অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, চলমান মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ)পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোঃ নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল গোপালপুর উপজেলার শাখারিয়া এলাকায় একটি অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গোপলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে গোপালপুর থানার মামলা নং-০৬, তারিখঃ ২১/১০/২০২৪খ্রি. ধারা– মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ১০(ক)/৪১ রুজু হয়।