টাঙ্গাইলে হাউজিং এস্টেট প্লট মালিক সমিতির সকমিটি গঠন করা হয়েছে। মো. শাহীন আকন্দকে সভাপতি ও মো. আবদুল হালিম (প্রফেসর) কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট টাঙ্গাইল শহরের হাউজিং এস্টেট প্লট মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে।
শনিবার হাউজিং এস্টেট প্লট মালিক সমিতির প্রধান উপদেষ্টা জাফর আহমেদ তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেন।এ কমিটির অন্যান্য উপদেষ্টারা হচ্ছেন, মো. শফি উদ্দিন মিয়া, মো. শহীদুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, মো. শাহজাহান মিয়া।
অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মো. আ. গফুর সিকদার, সহ-সভাপতি এসএম জামিল হোসেন ও মো. আব্দুল জলিল সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ওয়াজেদ আলী ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন রোমান, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. মুসারুল ইসলাম ভূঁইয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইদ্রিস আলী, নিরীক্ষা সম্পাদক মো. গোলাম আজম, সমাজসেবা সম্পাদক মো. মোকাম্মেল হক খান রিচার্ড, দপ্তর সম্পাদক মো. আরিফ হোসাইন, ধর্ম সম্পাদক আ.ন.ম শাফিউল্লাহ, ক্রীড়া সম্পাদক মো. আতিকুর রহমান, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাকির হোসেন, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক লতিফা খানম রাশিদা, কার্যনির্বাহী সদস্য মো. আ. রহিম তালুকদার, মো. আবুল হোসেন, মো. আবুল বাশার সিকদার, মো. জয়নাল আবেদীন, মো. আবুল কাশেম তালুকদার, মনসুর আহমেদ টিটু, মো. রফিকুল ইসলাম, মো. নূরুল ইসলাম, মো. শাহীন খোশনবীশ, মো. কাজী রাকিব হাসান শাহীন, মো. শফিকুর রহমান মোংলা ও মো. এমদাদুল হক।