বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ব্লাস্ট ইউনিট অফিসে ২২ অক্টোবর মঙ্গলবার বেলা এগারটায় ওই সভা অনুষ্ঠিত হয়।
ব্লাস্ট টাঙ্গাইল ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট খন্দকার আমিনা রহমানের সভাপতিত্বে টাঙ্গাইলের ২০ টি সংস্থা অংশগ্রহণ করেন এবং তাদের গঠনমূলক বক্তব্য তুলে ধরেন। সভায় টাঙ্গাইল জেলার ব্লাস্ট এর অর্জন সমন্বয়কারী তুলে ধরেন। এ সময় সবাই পরস্পরকে সহায়তা করে সাধারন মানুষের অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করবে বলে মত প্রকাশ করেন।
জেলার সকল এনজিও প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কার্যক্রমকে আরও শক্তিশালীকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।