টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন : কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের ভূঞাপুরে তিন দিন ব্যাপি কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উদ্যোগে পরিষদ চত্বরে আয়োজিত মেলা উদ্বোধন করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার।
এ সময় ভূঞাপুরের উপজেলা কৃষি অফিসার মোখলেছুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার গিয়াস উদ্দিন প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।