টাঙ্গাইল জেলার কৃতি সন্তানদের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২১ ডিসেম্বর জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ, শ্রীলংকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ-২০২৪ এবং অনূর্ধ্ব ১৮ জেলা ক্রিকেট চ্যাম্পিয়ন দলের সদস্যদের এ সংবর্ধনা জানানো হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম-সেবা খেলোয়ার এবং ক্রীড়া কর্তৃপক্ষের সাথে মতবিনিময় কালে অনুশীলনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর ব্যবস্থাপনার বিষয়টি উঠে আসে। পুলিশ সুপার তাদেরকে সর্বোচ্চ সহযোগিতার জন্য আশ্বাস দেন।
ভবিষ্যতে টাঙ্গাইল জেলার এ সকল ক্রিকেটারগণ জেলা এবং দেশের জন্য সম্মান বয়ে আনবেন বলে তিনি তার বক্তব্যে এ প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলের কৃতি সন্তানদের ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানে তাদের শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে এ অনুষ্ঠানটির সমাপনী ঘটে।