টাঙ্গাইলের পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পার্ক বাজার মোড়ে মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির আয়োজনে ঘন্ট্যাব্যপী এ মানববন্ধন হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন,মেজর জেনারেল মাহমুদুল হাসান চাঁদ বাজার (পার্ক বাজার) ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আব্দুল বারেক, সাধারণ সম্পাদক মো. জহের আলী, ব্যবসায়ী বাবলু সাহা, সরোয়ার হোসেন, আমীর হামজা, মোহাম্মদ আলী, আব্দুস ছাত্তার, মামুন হোসেন, মাসুদ পারভেজ পানুু, মো. আদর আলী প্রমুখ। এসময় ভুক্তভোগী ১০ জন ব্যবসায়ী ও তাদের পরিবারসহ পার্ক বাজারে বিপুল সংখ্যক সাধারণ ব্যবসায়ীগণ এই মানবন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি পার্ক বাজারের ১০ জন ব্যবসায়ী”সহ বিভিন্ন জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছেন। পার্ক বাজারের এইসব ব্যবসায়ীরা কোন ধরণের রাজনীতির সাথে সম্পৃক্ত নয়। ৫ আগস্টের পুর্বে ছাত্রদের সাথে আমরা রাজপথে ছিলাম। সম্প্রতি একটি স্বার্থন্বেষী মহল মিথ্যা মামলা দিয়ে বিভিন্নজনের নিকট টাকা দাবি করছে। আমাদের ভুক্তভোগী ওইসব ব্যবসায়ীরা দিন রোজগার করে দিন খায় টাকা দিবে কিভাবে? বক্তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। দ্রæত এই মামলা থেকে ১০ জন ব্যবসায়ীর নাম প্রত্যাহার করা না হলে বড় ধরণের কর্মসুচির হুশিয়ারী দেন তারা।
বিএনপি’র নেতার বিরুদ্ধে জমি দখল করে মাকের্ট নির্মাণের অভিযোগ
টাঙ্গাইলের সখীপুর পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মীর আবুল হাশেমের বিরুদ্ধে জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে উঠেছে। এছাড়াও ভুক্তভোগীকে প্রতিনিয়তই প্রাণ নাশের হুমকি দেয়া হচ্ছে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে...