টাঙ্গাইল জেলার শিক্ষক প্রতিনিধিদের সাথে পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে সভা কক্ষে জেলার শিক্ষক প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৬ জানুয়ারি এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভায় টাঙ্গাইল জেলার সকল শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার মান-উন্নয়ন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক নিরাময়, জঙ্গি দমন, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, সংঘবদ্ধ অপরাধসহ সমসাময়িক বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা।
পুলিশ সুপার শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলার শিক্ষক প্রতিনিধিদের বিভিন্ন পর্যায়ের সদস্যগণ উপস্থিত ছিলেন।