টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা যমুনা সেতু মহাসড়কে চারলেনে যানবাহন চলাচলে মানুষের এবারের ঈদযাত্রা হবে অনেকটা স্বস্তিদায়ক। এলেঙ্গা থেকে যমুনা সেতু ১৩ কিলোমিটার মহাসড়কের চারলেন খুলে দেয়া হয়েছে।
মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার দুই লেনে ঈদ আসলেই উত্তরবঙ্গের ঘরে ফেরা মানুষের ঈদযাত্রায় ঘণ্টার পর ঘণ্টা যানজটে পড়ে ভোগান্তি পোহাতে হয়। এবারের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ১৩ কিলোমিটার মহাসড়ক ছয়লেনের মহাসড়ক চারলেন উন্নীতকরণ হয়েছে। দুইলেন উন্নীতকরণ কাজ চলমান রয়েছে বলে যমুনা সেতু পূর্ব পার থানার ওসি শেখ মোঃ রুবেল জানিয়েছেন।
তবে পথে কিছুটা ভোগান্তির কারণ হতে পারে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। মহাসড়কে কয়েকটি পয়েন্টে সড়ক দুর্ঘটনা ও যমুনা সেতু দুই লেন থাকায় দেখা দিতে পারে যানজট। যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। বুধবার সকালে যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও যানজট নেই। সড়কটিতে ব্যক্তিগত যানবাহন প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাস বেশি চলাচল করছে। চারটি সেক্টরে ভাগ হয়ে সাড়ে ৭০০ পুলিশ দায়িত্ব পালন করছে।
সেতু কর্তৃপক্ষ জানায়, সোমবার রাত ১২ টা থেকে মঙ্গলবার রাত ১২ পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৩৩ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৭ লাখ ১১ হাজার ৫৫০ টাকা। এর মধ্যে সেতু পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৩ হাজার ৮৭৯ টি যানবাহন পারাপার হয়েছে। বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। অপরদিকে সেতু পূর্ব টোল প্লাজা দিয়ে যানবাহন পারাপার হয়েছে ১৫ হাজার ৩৫৪ টি। টোল আদায় হয়েছে ১ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।
এর আগে রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত ২৪ হাজার ৯৭টি যানবাহন সেতু পার হয়। টোল আদায় হয় ২ কোটি ২৬ লাখ ৮৬ হাজার ৫৫০ টাকা। গত ২৪ ঘণ্টায় যান চলাচল বেড়েছে ৫ হাজার ১৩৬ টি। টোল আদায় বেশি হয়েছে ৩০ লাখ ২৫ হাজার টাকার।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল জানান, ঈদের সময় যতই ঘনিয়ে আসছে যানবাহন চলাচলের সংখ্যা ততই বাড়ছে৷ ২৪ ঘণ্টায় ৫ হাজার যানবাহন বেশি পারাপার হয়েছে। যানবাহন আরও বাড়লে ১৮ টি বুথ চালু রাখা হব।