টাঙ্গাইলে ক্রিয়েটিভ আর্ট স্কুলে চিত্রশিল্পী এস এম সুলতানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ছবি আঁকা উৎসব অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের আকুর টাকুর পাড়া ক্রিয়েটিভ আর্ট স্কুলে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বারডেম জেনারেল হাসপাতালের এস এম ও. (শিশু বিভাগ) ডা. মো. কায়সার মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন ও নাগরিক অধিকার সুরক্ষা কমিটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক পরিচালক ও অভিনেতা ইঞ্জিনিয়ার নূর মোহাম্মদ রাজ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্রিয়েটিভ আর্ট স্কুল টাঙ্গাইলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ আব্দুল মতিন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক তালহা আল মাহমুদ। চিত্রাংকন প্রতিযোগিতায় ৬০ জন শিশু অংশগ্রহণ করেন। চারটি বিভাগের প্রতি বিভাগের তিনজন করে মোট ১২ জন বিজয়ী শিশুর মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। এরপর অংশগ্রহণকারী সকলকেই সান্তনা পুরস্কার দেওয়া হয়।
টাঙ্গাইলে আইসিইউ বন্ধ: পর্যাপ্ত ডাক্তার নেই: রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেন না
২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৫০-৪০০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই হাসপাতালে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা'সহ বিভিন্ন এলাকা থেকে রোগী আসে চিকিৎসা...







