টাঙ্গাইল জেলার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়। টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে বিনিময় করেন নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা।
টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে ০১ সেপ্টেম্বর ২০২৪ খ্রি. রোববার পুলিশ সুপারের কার্যালযের কনফারেন্স রুমে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, সাংবাদিক ও পুলিশ একে অন্যের পরিপূরক। তিনি টাঙ্গাইল জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, মাদক উদ্ধার, সাইবার বুলিং, কিশোর গ্যাং প্রতিরোধ, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা করতে আইনের শাসন বাস্তবায়নের আশ্বাস প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারবৃন্দ, সভাপতি, টাঙ্গাইল প্রেসক্লাব সহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।