টাঙ্গাইলে পূজা উদযাপন পরিষদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
আসন্ন দুর্গা পূর্জা উপলক্ষে জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের নেতৃবৃন্দের সাথে টাঙ্গাইলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার সাইফুল ইসলাম শানতু বিপিএম’র সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রাকিবুল হাসান রাসেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুন ঝন্টু এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম জেলা শাখার সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার ‘সহ জেলা পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তবৃন্দ, জেলা পুজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন দুর্গা পূর্জা সুষ্ঠু করার লক্ষে বিভিন্ন প্রদক্ষেপ দেয়ার আহবান জানান।
বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুর্গাপুজাকে কেন্দ্র করে অশুভ শক্তি যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেজন্য যার যার অবস্থানে সর্তক থাকতে হবে। প্রতিটি পুজা মন্ডপ ও আশপাশের এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। অন্য যে কোন বছরের তুলনায় এ বছর আরো বেশী জাকজমকপুর্ণ ও শান্তিপুর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হবে।
এসময় জেলার সকল উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।