টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বরশী দিয়ে মৎস্য শিকার প্রতিযোগিতা। টাঙ্গাইলে সৌখিন মৎস্য শিকার প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
টাঙ্গাইল জেলা শহরের আইনজীবী সমিতি সংলগ্ন (ডিষ্ট্রিক) লেকে শুক্রবার (১৪ সেপ্টেম্বর) এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতি এ প্রতিযোগিতার আয়োজন করে।
টাঙ্গাইল’সহ দেশের বিভিন্ন জেলা হতে আসা সৌখিন মৎস্য শিকারীরা এ প্রতিযোগিতায় অংশ নেন। দিনব্যাপী এ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী ও টাঙ্গাইল জেলা সৌখিন মৎস্য শিকারী সমিতির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলে যোগদান করেন।