টাঙ্গাইল প্রেস ক্লাবে বীর নিবাস রক্ষায় ভাইয়ের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন:
নিজ ক্রয়কৃত জমিতে সরকারি অর্থায়নে নির্মিত বীর নিবাস আত্মসাৎসহ আগুনে পুড়িয়ে মারার শঙ্কায় বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক (৮২)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খারজানা গ্রামের মৃত. তায়েজ উদ্দিনের ছেলে।
টাঙ্গাইল প্রেস ক্লাবে রোববার বেলা ১১টায় তিনি নিরাপত্তাসহ বীর নিবাস ও বসবাসরত জমি রক্ষায় সংবাদকর্মীদের সহযোগিতা কামনায় সংবাদ সম্মেলন করছেন ।
লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন সেক বলেন, ওই গ্রামের মৃত.তায়েজ উদ্দিনের ছেলে তার ভাই আবুল কাশেম (৪৫), মৃত. আব্দুল হামিদের ছেলে মো. আনিছুর রহমান (৪০), মৃত.আরফানের ছেলে মো. সবুর মিয়া (৪৮) মৃত. আবেল সেক ওরফে আবুল হোসেনের ছেলে মো. বরকত আলী (৬) ও জিন্নত আলী (৪৭) নামক ভূমিদস্যু, সন্ত্রাসী ও চাঁদাবাজ। তারা দলবদ্ধ হয়ে বেশকিছুদিন যাবৎ হামেলা নামীয় বি এস রেকর্ডভুক্ত ২১৭৪ দাগের ১৪৯৬ বি আর এস খতিয়ানের আমার ক্রয়কৃত ২০ শতাংশ জমির উপর সরকারি অর্থায়নের নির্মিত বীর নিবাস আত্মসাতের পায়তারা চালিয়ে আসছে।
সংবাদ সম্মেলনে তার ছোট দুই বোন নিলুফা ও ছবিয়া উপস্থিত ছিলেন।