টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে কয়েকশত নারী পুরুষের প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে। ৬ অক্টোবর রবিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ প্রতিবাদ কর্মসূচি করেন তারা।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে দেয়া ২৯ সেপ্টেম্বরের লিখিত অভিযোগ পত্র থেকে জানা যায়, টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকার মৃত মোঃ ফজলুল হক (ফজল) এর ছেলে মেহেদী হাসান মিরাজ (৩০) গত ২৮ আগস্ট বাঐখোলার এলাকাবাসীকে সাথে নিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করে। ওই সময় নজরুল সিকদার, নূরুল ইসলাম, শরিফ সিকদার ও ফরিদ সহ তাদের সহযোগীরা প্রতিবাদ ও মানববন্ধনে অবস্থানরত গ্রামবাসীকে মিথ্যা মামলা মোকদ্দমার ভয় ভীতি দেখায়। এ কারনে মানব বন্ধনে অংশগ্রহণকারী লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছে। এ অবস্থায় প্রেক্ষিতে ওই এলাকার বাসিন্দা মেহেদী হাসান মিরাজ এলাকাবাসীর পক্ষে এই অভিযোগ করেন।
এর প্রেক্ষিতে জেলা পুলিশের পক্ষ থেকে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এর মাধ্যমে ঘটনা অনুসন্ধানের জন্য হাজির করনের চিঠি দেয়া হয়। টাঙ্গাইলের সখিপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুঃ শরিফুল ইসলাম এর কার্যালয়ে অভিযোগটি সুষ্ঠু অনুসন্ধানের জন্য বাদী মেহেদী হাসান মিরাজকে ৬ অক্টোবর সাক্ষী সহ হাজির হতে বলা হয়।
এই চিঠি পাওয়ার পর অভিযোগকারী মিরাজ, বাঐখোলা এলাকার স্থানীয় ইউপি মেম্বার সহ কয়েকশত নারী পুরুষকে সাথে নিয়ে টাঙ্গাইলে সহকারী পুলিশ সুপার (সখীপুর) কার্যালয়ের সামনে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করে।
এ সময় সহকারী পুলিশ সুপার মুঃ শরিফুল ইসলাম অভিযোগকারী ও সাক্ষীদের বক্তব্য লিপিবদ্ধ করেন। সেই সাথে ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সঠিক প্রতিবেদন দেওয়ার আশ্বাস প্রদান করেন।