বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ছাত্র নিহতের ঘটনায় মামলায় আওয়ামী লীগ ও শ্রমিক নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৭ অক্টোবর সোমবার বিকেলে ও সন্ধ্যায় পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম ৮ অক্টোবর সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাচ্চু (৬৪) ও পাকুল্ল্যা বাইপাস সিএনজি শ্রমিক ইউনিয়ন টাঙ্গাইল’র সাধারণ সম্পাদক আসামী জাহাঙ্গীর হোসেন (৪৫)। জাহাঙ্গীর হোসেন এ মামলার অন্যতম আসামী।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগষ্ট দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ¯্রাধিক ছাত্র জনতা গোড়াই হাইওয়ে থানা, মির্জাপুর, টাঙ্গাইলের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাকা রাস্তার উপর শান্তিপূর্ণ সমাবেশ করা কালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর হামলা হয়। এসময় হামলাকারীদের মধ্য থেকে ছোড়া গুলিতে গোপালপুর উপজেলার নলিন এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে ইমন (২৩), গুরুতর আহত হলে আন্দোলনকারী সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগষ্ট ইমনের মৃত্যু হয়।
এ ঘটনায় মৃত ব্যক্তির ভাই সুমন মিয়া বাদী হয়ে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করেন। (মামলা নং-৯, তাং- ২২/০৮/২০২৪)। গত ৭ অক্টোবর অনুমান ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দেলদুয়ার থানাধীন ডুবাইল সাকিনস্থ নাসির গ্লাস ইন্ডাস্ট্রি এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর হোসেন ও সাড়ে ৪টার দিকে মির্জাপুর থানাধীন দুল্লাবেগম এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধ পলাতক আসামী আশরাফুল আলম বাচ্চুক্রে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, আসামীদের মির্জাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।