টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লোকের পাড়া ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পাঁচটিকরী গ্রামে কোনো প্রকার কাগজপত্র ছাড়া ক্যামিকেল কোম্পানির আড়ালে স্বাস্থ্যের জন্য হুমকি, যৌন উত্তেজক ঔষধ তৈরীর অভিযোগে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার লোকের পাড়া ইউনিয়নে পাঁচটিকরী গ্রামে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন কোনো প্রকার কাগজপত্র ছাড়া গোপনে ক্যামিকেল কোম্পানির ৩২ প্রকার প্রসাধনী আড়ালে নিষিদ্ধ যৌন উত্তেজক ঔষধ তৈরী ও বিক্রি করে আসছিলো। এ বিষয়টি প্রশাসনকে জানালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারীর কমিশনার (ভূমি) কিশোর কুমার কিশোর দাস কোম্পানি ব্যবস্থাপনা পরিচালকের কাছে বৈধ কাগজপত্র চাইলে দেখাতে ব্যর্থ হলে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারীর কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস জানান, কোন প্রকার কাগজপত্র না থাকার কারণে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। দুই মাসের মধ্যে বৈধ কাগজপত্র দিয়ে কোম্পানি পরিচালনার নির্দেশনা দিয়েছি।