টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সল্লা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাস নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
উপজেলা তিনটি ইউনিয়নের এলাকাবাসী উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ প্রায় সহস্রাধিক জনসাধারণ অংশ নেয়। ঘন্টাব্যাপী ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। এ সময় মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ থাকে। মহাসড়কের উভয় দিকে প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীর সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন করা হয়।
আন্দোলনকারীরা জানান, মহাসড়কের এই স্থানটিতে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও নেয়া হয় না কোনো ব্যবস্থা। দ্বিতীয় দফায় মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চারলেন প্রকল্পের কাজ চলমান রয়েছে। সল্লা এলাকায় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষকে বার বার লিখিতভাবে আন্ডারপাস করার দাবি জানিয়ে আসলেও তা আমলে নেননি তারা। ফলে বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন অভিভাবকরাও।
উপজেলা সল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামীম আল মামুন প্রামানিক বলেন, এটি কোনো ব্যক্তি স্বার্থ নয়। সর্বস্তরের মানুষের চাওয়া। রাস্তার দুই এলাকার মানুষের যাতায়াতের সুবিধার্থে আন্ডারপাস খুবই প্রয়োজন। ১৯৯৮ থেকে এ পর্যন্ত ঢাকা-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় দুইশতাধিক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
দুর্ঘটনা এড়াতে আন্ডারপাস কার্যকর করার জন্য বাধ্য হয়ে মহাসড়কের শিক্ষার্থী ও অভিভাবক মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছে। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন আশ্বাস দিলে সড়ক অবরোধ ও মানববন্ধন তুলে নেয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা।