যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে মধুপুরে দুই গ্রুপের আলোচনা সভা বৃক্ষরোপন র্যালি ও ফ্রি-মেডিকেল ক্যাম্পেইন: টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করেছে। বিএনপির দুই কেন্দ্রীয় নেতা আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ও এডভোকেট মোহাম্মদ আলীর সমর্থিত নেতা কর্মীরা পৃথক স্থানে আলোচনা সভা, বৃক্ষরোপণ কর্মসূচি র্যালী ও ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং এর আয়োজন করা হয়েছে।
স্বপন ফকিরের সমর্থিত নেতাকর্মীরা হোটেল আদিত্যের সামনে ও মোহাম্মদ আলীর সমর্থিতরা থানা মোড় অডিটোরিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করে।
রবিবার মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থিত যুবদলের আয়োজনে মধুপুর অডিটোরিয়ামে বৃক্ষ রোপণ কর্মসূচি, আলোচনা সভা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী।
পৌর যুবদলের সাবেক আহবায়ক মারফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. আব্দুল মান্নান ও সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিনজু।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল মালেক, সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন খান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, সাবেক উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুস ছালাম খান, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সরকার, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহেল রানা মাসুম, সাবেক পৌর যুবদলের আহবায়ক মিনজুর রহমান নান্নু, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আঃ রহমান, পৌর মহিলা দলের সাবেক সহ-সভাপতি সোনিয়া, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব হাসান হানিফ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন সরকার মনি ও হাবিবুর রহমান বাবুল। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, সাবেক পৌরসভার মেয়র ও সাধারণ সম্পাদক মরহুম সরকার শহীদের হোটেল আদিত্য ও কমিউনিটি সেন্টারে দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুবুল আনাম স্বপ্ননের সমর্থক যুবদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে । এসময় তাদের উদ্যোগে আলোচনা সভা র্যালী ও ফ্রী মেডিক্যাল ক্যাম্প করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বি,এন,পির সভাপতি জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী শেখ, সদস্য সচিব শাহাদত হোসেন ফকির, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মানিক, যুবনেতা মো: মেহেদী হাসান আকাশ,পৌর যুব দলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, সদস্য সচিব শামীম আহমেদ,সিনিযর যুগ্ন সম্পাদক আরিফ সরকারসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় দলীয় নেতাকর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।