মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ৪৮ তম ওফাত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ‘গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মাওলানা ভাসানী’ প্রতিপাদ্য নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর ২০২৪) বেলা ১১.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের ১২তলা একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশ বরেণ্য বুদ্ধিজীবী ও গবেষক ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক সলিমুল্লাহ খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী গবেষক সৈয়দ ইরফানুল বারী ও স্বাগত বক্তব্য রাখেন সেমিনার উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।