টাঙ্গাইলে জুলাই- আগস্টে অভ্যুত্থানে আহতদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যােগে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুহম্মদ আজিজুল হক, সংগঠনের জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ৷
এছাড়াও আন্দোলন আহত বেশ কয়েকজন তাদের সমস্যা ও আন্দোলনের সময়ের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন। দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়৷ তাদের পরিবারের সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ম আহবায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব শেখ ফরাশ,মূখ্য সংগঠক সৈয়দ ইমতিয়াজ জাবেদ, মুখপাত্র ইফফাত রাইসা নূহা প্রমূখ।