টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল মামলা তদন্তকারী অফিসারদের সমন্বয়ে জেলা পুলিশের তদন্তাধীন মামলা সমূহের অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ জানুয়ারি এ সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। সভায় জেলার তদন্তাধীন মামলা সমূহের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জঙ্গি দমন, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রম, গ্রেফতারী পরোয়ানা তামিল, জেলার গোয়েন্দা কার্যক্রম নিচ্ছিদ্র নিরাপত্তা জোরদার, সাইবার ক্রাইম মনিটরিং সেলের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহারের বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, তদন্ত কার্যে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং তদন্তের গুণগত উৎকর্ষ সাধন তথা ন্যায়বিচার নিশ্চিতকরণে অপরাধ দমনে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিক- নিদের্শনা প্রদান করেন।
এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ মামলা তদন্তকারী সকল অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।