টাঙ্গাইলে জেলা তথ্য অফিসের আয়োজনে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে জেলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের অডিটরিয়ামে ২৮ জানুয়ারি, ২০২৫ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় এই সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের আয়োজনে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন।
টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল-আমিন কবির, জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক ফাতেমা বেগম, জেলা সমন্বয়ক আল আমিন ও মনিরুল ইসলাম প্রমুখ।