টাঙ্গাইলে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে ৬ ফেব্রুয়ারি প্রায় ৫ লক্ষ টাকা পুরস্কার বিতরণ, সংবর্ধনা, প্রথম স্থান অর্জনকারীকে ল্যাপটপ পুরস্কার বিতরণ ছাড়াও শিক্ষার্থীদের হারিয়ে যাওয়া ঐতিহ্য চেনাতে আয়োজন করা হয় পিঠা উৎসব।
প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। উদ্বোধক ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মাহবুব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন। এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ ‘সহ অন্যান্য অতিথিগণ।
উক্ত অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, শাহীন স্কুল, টাঙ্গাইলে অধ্যয়নরত সকল শিক্ষার্থী ও সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং কর্মচারীবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মো. মাহমুদুল হক (সানু), জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম’সহ অন্যান্য অতিথিগণ।