ইয়ং টাইগার্স জাতীয় ক্রিকেটে টাঙ্গাইল জেলা ১৩৬ রানে মানিকগঞ্জ জেলাকে হারিয়ে শুভ সূচনা করেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) জামালপুর জেলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট আয়োজিত জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আফরিন আক্তার মনি।
খেলার শুরুতে টাঙ্গাইল জেলা (অনুর্ধ্ব-১৬) ক্রিকেট দল টসে হেরে প্রথমে ব্যাটিং করে নিধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৩ রান করে। দলের পক্ষে নাহিয়ান ৬৭ বলে ৫৭, মাহিম ৬৯ বলে অপরাজিত ৪২ ও রামিন ৬৮ রানে ৩৪ রান করে।
বোলিংয়ে মানিকগঞ্জ জেলা (অনুর্ধ্ব-১৬) ক্রিকেট দলের পক্ষে তন্ময়, মেরিদা ও অর্ণব ২টি করে উইকেট দখল করে। জবাবে মানিকগঞ্জ জেলা (অনুর্ধ্ব-১৬) ক্রিকেট দলে ৩৩ ওভার ২বলে ৯৭ রানে অলআউট হলে টাঙ্গাইল জেলা ১৩৬ রানে জয়লাভ করে। দলের পক্ষে ফেরদৌস ২০ রান করে। বিজয়ী দলের তৌফিক ১৫ রানে ৪টি এবং নাহিয়ান ২১ রানে ৩টি উইকেট দখল করে।
বিজয়ী দলের নাহিয়ান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টাঙ্গাইল জেলা দলের সদস্যবৃন্দ হলো- রাকিবুল হাসান রাকিব ( অধিনায়ক), সাকিব আল হাসান, সিয়াম খান, সাকিব হোসেন,তৌফিক, নিরব কুমার, মাহিম, নিরব, সৈয়দ নাহিয়ান, রুদ্র,রামিন, তাওহীদ, ইমরান, রিপন সরকার ও আদিত্য দাস। কোচঃ রিপন কুমার সরকার, সহকারী কোচঃ মোজাম্মেল হক ও ম্যানেজারঃ রাজিব খান।