২১ ফেব্রুয়ারি বিনম্ব শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে টাঙ্গাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস পালিত হয়েছে। প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) টাঙ্গাইল কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফা হক শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন। এরপর পরে জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার পক্ষে পৌর প্রশাসক শিহাব রায়হান, জেলা সিভিল সার্জন, সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা আক্তার, টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষে সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকিরুল মওলা, জেলা পরিষদ, পিবিআই, নৌ পুলিশ, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ভাষা শহীদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে। প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সন্ধ্যা থেকে টাঙ্গাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠান ত্রিবেণীর পক্ষ থেকে দেশের গান ও আলপনা করা হয়।