“অধিকার, সমতা, ক্ষমতায়ন – নারী ও কন্যার উন্নয়ন” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় ঘাটাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরিন আক্তার, মোঃ নজরুল ইসলাম চান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: রোস্তম আলী প্রমুখ।
উক্ত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ,মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রাপ্ত সমিতি সমূহের সদস্যগণ, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মীগন স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল। অনুষ্ঠান পরিচালনা করেন হৃদিকা সরকার।