বাংলাদেশ ডিপ্লোমা মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিডিএমএ) ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন (বিডিএমপিপিএ) এবং ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে ৪ দফা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবে রবিবার (৯ মার্চ) সকালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইলের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ডা. আব্দুল বাতেন। তিনি বলেন, ১৯৭১ সালে যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ১৯৭৬ সালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) চালু করা হয়। বর্তমানে সারাদেশে ১৬টি সরকারি ম্যাটস ও দুইশ টি বেসরকারি ম্যাটস রয়েছে। শিক্ষা পরিসংখ্যান ২০২২ এবং বিএমডিসি এর সর্বশেষ তথ্যমতে দেশে বর্তমানে ডিপ্লোমা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬০ হাজার এবং বিএমডিসি নিবন্ধিত ডিএমএফ এর সংখ্যা ৩০ হাজার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় হিসেব অনুযায়ী ৫৫ হাজার ডিপ্লোমা চিকিৎসক (ডিএমএফ)গণ উপসহকারী কমিনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন।
কিন্তু স্বাধীনতার প্রায় ৫৩ বছর পরেও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের স্বীকার হচ্ছেন। বিভিন্ন জায়গায় শূন্যপদ থাকার পরেও এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। তার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রায় দুই হাজার পদ এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ১ হাজার শূন্যে পদের ছাড়পত্র প্রদান করলেও নিয়োগ নিয়ে তালবাহানা করা হচ্ছে। এতে করে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী যেমন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাশ করা ছাত্ররা বেকার হচ্ছে। ৪ দফা দাবি তুলে তিনি আরও বলেন, অনতিবিলম্বে শূন্যপদে নিয়োগ এবং কমিনিটি ক্লিনিক’সহ সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করতে হবে। প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে ইন্টার্নশিপ লগবুক প্রণয়ন করতে হবে। বিএম অ্যান্ড ডিস স্বীকৃতি ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে। প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে ”মেডিকেল এডুকেশন বোর্ড”নামকরণসহ প্রস্তাবিত ধারায় সংশোধনীয়সহ বাস্তবায়ন করতে হবে।
এ সময় সংবাদ সম্মেলনে, বিডিএমএ টাঙ্গাইল জেলা শাখার সাবেক সহসভাপতি ডাঃ চিত্ত রণ্ঞ্জন দাস, বিডিএমএ কেন্দ্রিয় কমিটির সহসভাপতি ডাঃ আশরাফুজ্জামান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন টাঙ্গাইলের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব ডাঃ এম এ বাতেন, বিডিএমএ টাঙ্গাইল জেলা শাখার সদস্য ডাঃ সোহেল, এসএসিএমও এসোসিয়েশন টাঙ্গাইলের সেক্রেটারি ডাঃ এম এ মোতালিব, ডা. শিপলু, ছাত্র প্রতিনিধি সৈকত জাহান আকাশ’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।