টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাবে প্রায় পাঁচ লাখ শিশু। এর মধ্যে ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশু একটি করে নীল রঙের ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৩৭ হাজার ৫৫১ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টাঙ্গাইলে সাংবাদিকদের অংশ গ্রহণে জেলা পর্যায়ের ওরিয়েন্টেশননে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুব-উল আলম।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হক, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আ. লতিফ মোল্লা, মেডিকেল অফিসার ডা. আবু জাফর প্রমুখ।
বক্তারা জানান, আগামী শনিবার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ের ক্যা¤েপইনের উদ্বোধন করা হবে।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রতিটি ওয়ার্ডে আটটি করে জেলায় সর্বমোট ৩০১০টি কেন্দ্র রয়েছে। টিকাদান কেন্দ্র সহজে চেনার জন্য দৃশ্যমান স্থানের প্রতিটি টিকা কেন্দ্রে একটি করে পুষ্টি পতাকা প্রদর্শিত থাকবে।
ইপিআই সিডিউল অনুযায়ী প্রত্যেক ওয়ার্ডের(পুরাতন) ৮টি সাব-ব্লক মোট এক দিন কার্যক্রম চলবে। তাছাড়া কমিউনিটি ক্লিনিক ও অন্যান্য সরকারী স্বাস্থ্যসেবা কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানানো হয়।