টাঙ্গাইলে স্কুল কলেজের স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক এর উদ্যোগে অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যতিক্রমী এক আয়োজন করা হয়। ঈদ উপলক্ষে উপহার ছিলো নতুন জামাকাপড়, খাদ্য সামগ্রী ও মেহেদী উৎসবের আয়োজন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) টাঙ্গাইল শহরের পৌর এলাকার দৃষ্টিনন্দন আটপুকুর পাড়া, দশমিক এর উদ্যোগে ছিন্নমূল ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে এ অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পথেঘাটে, রেলস্টেশনসহ বিভিন্ন জায়গায় প্রায়ই চোখে পড়ে অসহায় ও এতিম শিশুদের। অন্য সকল শিশুদের মতো তাদের জীবনে আনন্দের ছোঁয়া নেই বললেই চলে। সামনে ঈদুল ফিতর। এই উৎসবকে ঘিরে রয়েছে শিশুদের নতুন জামা কেনার হৈ হুল্লোড়। প্রত্যেক মা বাবাই তার সন্তানের জন্য ঈদে নতুন জামা কেনার চেষ্টা করেন, তবে অসহায় শিশুদের নতুন জামা তো দূরের কথা ভালো খাবারও অনেক সময় ভাগ্যে জুটে না। সেই শিশুদের মুখে হাসি ফোটাতে, দশমিক সংগঠনের সদস্যরা নিজেদের হাত খরচের টাকা বাঁচিয়ে এই আয়োজন করে। শিশুরা ঈদ উপহার পেয়ে খুবই আনন্দিত হয়, তাদের চোখে দেখা যায় খুশির ঝিলিক।
ঈদে এমন উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিশুরা। তাদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা জানায়, এমন উপহারে তারা খুব খুশি, বিশেষ করে হাতে মেহেদী লাগানোতে তারা আরো বেশি খুশি হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশমিক সংগঠনের উপদেষ্টা মানবাধিকারকর্মী সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)। এ সময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমেনা আক্তার তিলোত্তমা, সহ- সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি তাহরিমা খান প্রভা, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাইসুল হক রুদ্র, কোষাধ্যক্ষ মিমি, শান্তা, প্রথা ‘সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দশমিক এর উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে মেহেদী উৎসব ও ঈদ উপহার বিতরণের এ অনুষ্ঠানকে সকলেই সাধুবাদ জানিয়েছে।
দশমিক এর সভাপতি বলেন, প্রায় ছয় বছর ধরে সুবিধা বঞ্চিত শিশুদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি আমরা। মূলত দশমিক এর সদস্যরা নিজেদের হাত খরচের টাকা জমিয়ে সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে ঈদের উপহার সামগ্রী বিতরণ ও মেহেদী উৎসব করে থাকেন। ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করার ইচ্ছে রয়েছে। আয়োজকগণ অসহায় শিশুদের পাশে সবসময় থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।