টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫’, উপলক্ষে দুরন্ত ১৬ ব্যাচের আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের “বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২৫” (বিবিএফসি) এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী ৩১মে (শনিবার) গান গেয়ে দর্শকদের মাতাবেন নগর বাউল ব্র্যান্ডের রক তারকা জেমস।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এই তথ্য জানান, বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারন সম্পাদক কামরুজ্জামান খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ‘সহ বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৬ ব্যাচের শিক্ষার্থীরা।