ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বিভিন্ন যানবাহনে যাত্রী হয়রানি, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও যানবাহনের গতি নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছেন দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট’গণ। ৫ এপ্রিল শনিবার ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বিভিন্ন যানবাহনে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।
যাত্রী হয়রানি প্রতিরোধ, নির্ধারিত গতিবেগ কঠোরভাবে মনিটরিংসহ মোবাইল কোর্ট পরিচালনা কালে তাঁদের সহযোগিতা করছেন বিআরটিএ, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ।