টাঙ্গাইলে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি সিলিমপুর বাজার এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার সিলিমপুর বাজার এজেন্ট আউটলেট শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি’র এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকা প্রধান কার্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান মোঃ মশিউর রহমান। সভাপতিত্ব করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি টাঙ্গাইল জেলা শাখার এভিপি ও ব্যবস্থাপক আহামেদ মুক্তাদির রহমান।
বিশেষ অতিথি ছিলেন সিলিমপুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম ও সোশ্যাল ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ঢাকা শাখার এফ এভিপি জয়দেব চন্দ্র বিশ্বাস।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক খাস শাহজানি বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ শাহিনুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলিমপুর বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ রেজাউল করিম ও কাতুলি বাজার আউটলেট এর স্বত্বাধিকারী মোঃ নুরুল ইসলাম।
অতিথিরা বিপুল সংখ্যক গ্রাহকের উপস্থিতিতে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতি আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা বলেন, সাময়িক সংকট কাটিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকে এখন পূর্বের মতো স্বাভাবিক ব্যাংকিং সেবা দেয়া হচ্ছে। তিনি সকলকে এই ব্যাংকের সাথে থাকার আহ্বান জানান।