টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতা’সহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ২৭ আগস্ট দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ১৮ আগস্ট ভোর রাতে চকপাকুটিয়ার অমল বণিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা ১০–১২ জন দেশিয় অস্ত্রসজ্জিত ডাকাত প্রবেশ করে। তারা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন’সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতির সময় অমল বাধা দিলে তার বাম হাতের কব্জিতে ছোড়া দিয়ে আঘাত করে। এলাকায় লোকজন ডাক-চিৎকারে টের পেলে ডাকাতরা হিন্দু বাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
গ্রেপ্তার হওয়া মো. সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। এরপর পুলিশ ও গুপ্তচর সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতি’সহ একাধিক মামলা রয়েছে। অভিযানকালে একটি মোবাইল, ৫ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।