টাঙ্গাইল প্রেসক্লাবে দৈনিক মজলুমের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ২৯ বছর পেরিয়ে ৩০ বছরের পদার্পন অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও মজলুমের কণ্ঠের সম্পাদক জাফর আহমেদ। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাফিসা আক্তার।
মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন-মোহাম্মাদ আলী, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী মনিরুল ইসলাম, ইফফাত রাইসা নুহা, মো. আল আমিন, মো. নবাব আলী, আল আমিন সিয়াম, শেখ ফরাশ, মরিয়ম মুকাদ্দাস মিষ্টি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু ও অন্যান্য ব্যক্তিবর্গ। শেষে মজলুমের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩০ পাউন্ডের কেক কাটেন অতিথিরা।