টাঙ্গাইলে বাস মিনিবাস মালিক সমিতি অনুষ্ঠানের মাধ্যমে তাদের আমানত কুপনের টাকা ফেরত দিলেন। এ উপলক্ষে ৬ অক্টোবর সকাল ১১:৩০ মিনিটের সময় নতুন বাস টার্মিনালের জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে। দ্রুত নির্বাচনের দাবি বাস মালিকদের। সিলেকশন নয় ইলেকশন চান পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত বেশিরভাগ নেতৃবৃন্দ।
টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও শফিউল আলম তুষারের সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি আবুল কাশেম রেজভী, রাশেদুল ইসলাম কাদির, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন, সম্পাদক প্রদীপ কুমার, যুগ্ম সম্পাদক আর কে এম ফজলুল কবির, সদস্য নিলুফা ইয়াসমিন ও শফিকুল ইসলাম শফিক, প্রমুখ।
বক্তাগণ বিগত বছরগুলোতে বহিরাগত দখলবাজদের সেচ্ছাচারিতার ভয়াবহতার কথা উল্লেখ করে প্রতিবাদ ও দুঃখ প্রকাশ করেন এবং সমিতির সদস্যদের পাওনা পরিশোধ করার জন্য তাগিদ দেন। সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার ইকবাল তার বক্তব্যে বিগত বছরগুলোতে বহিরাগত নেতা কতৃর্ক তাদের গণতান্ত্রিক অধিকার হননের কথা উল্লেখ করেন। তিনি আরো বলেন এই বহিরাগতরা যাতে আর না ফিরে আসতে পারে।
সত্যিকারের বাস মালিকেরাই শুধু সমিতির সদস্য ও ভোটাধিকার পাবে। সমিতি কতৃর্ক একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে তার পরিবেশ ফিরিয়ে এনে সকল মালিকেরা মিলে একটি আদর্শ ও গণতান্ত্রিক সংগঠন হিসেবে গড়ে তুলার সংকল্প ব্যক্ত করেন। গাজীপুর হাইওয়ে পুলিশ কতৃর্ক রোড পারমিট থাকা সত্বেও অস্থায়ীভাবে কোন রোড ব্যবহার করলে তারা যেভাবে জরিমানাসহ হয়রানী শুরু করেছে তিনি সেগুলো তুলে ধরেন এবং এর প্রতিবাদ হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি প্রতিবাদলিপি পেশ করেছেন বলে তিনি জানান। তিনি আরে বলেন ফিটনেস বিহীন গাড়ী চালানোর পক্ষে আমরা নয়। কিন্তু রোড পারমিট থাকা সত্বেও সাময়িকভাবে বিপদগ্রস্থ হয়ে যদি আমরা অন্য কোন রোডে গাড়ি চালাই তবে পুলিশ কতৃর্ক জরিমানার মাধ্যমে অসৌজন্যমূলক আচরণ করে বলে তিনি এর প্রতিবাদ জানান। পরে চেক হস্তান্তরের মাধ্যমে গোপালপুর উপজেলার সদস্যের আমানতের কুপন ফেরত দেয়া হয়। এ সময় সমিতির অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।