টাঙ্গাইল জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ কর্মসূচির আওতায় ১১ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখে বেলা ১১.০০ টায় সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের নাকশালা জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে “নারী সমাবেশ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশ অনুষ্ঠানে বক্তাগণ তারুন্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান ভাবে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন।
টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার তাহলিমা জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তরুণ সংগঠন, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় ১২০ জন।
অনুষ্ঠান শেষে জেলা তথ্য অফিসের সৌজন্যে শিক্ষামূলক প্রামাণ্যচিত্র ও উদ্বুদ্ধকরণ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক জেলা তথ্য অফিস দেশব্যাপী জনসচেতনতামূলক এ সকল অনুষ্ঠানের আয়োজন করে আসছে।