টাঙ্গাইলে তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে শীত বস্ত্র বিতরন করছে বিএনপি। টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও করটিয়া সা’দত বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইউসুফ আলীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার করটিয়া বাজারে স্থানীয়ের মাঝে ১ হাজার ৫ শত কম্বল বিতরন করে উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আজগর আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
টাঙ্গাইলের করটিয়া বাজার এলাকায় শীত বস্ত্র বিতরন শেষে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, আগামী দিনগুলিতে আরো ৩ লক্ষ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হবে। অনুষ্ঠান শেষে জেলা বিএনপির সাধারন সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, এদেশে মাইনাস টু ফর্মুলা কখনোই সম্ভব হবে না। ইতোপূর্বও অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তারা দেশে এসে নির্বাচন অংশগ্রহণ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।