টাঙ্গাইলে বিএনপি নেতা আনিছুর রহমানের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করলেন পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা বিএনপির সা: সহ সাংগঠনিক সম্পাদক, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জেলা আহ্বায়ক মো: মোমিনুল হক খান নিকছন।
টাঙ্গাইল প্রেসক্লাবে পরিবারের সদস্যদের নিয়ে ৭ মার্চ শুক্রবার এ সংবাদ সম্মেলন করেন তিনি। তার পিতা বীর মুক্তিযোদ্ধা কোম্পানী কমান্ডার মরহুম হাবিবুল হক খান বেনু’কে অপমান করে বক্তব্যের প্রতিবাদে এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন – তার ভাই মজিবুল হক খান লেনিন, মোকামমেল হক খান রিচার্ড, মোর্শেদুল হক খান টিটু (সাবেক সহ- সভাপতি সেচ্ছাসেবক দল), ও সন্তান খান মোহাম্মদ ফজলে রাব্বি অনতু (যুগ্ম আহবায়ক শহর ছাত্র দল)।
বীর মুক্তিযোদ্ধার ৪ সন্তান ও নাতি তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রতিবাদ জানান। মোমিনুল হক খান নিকছন লিখিত বক্তব্য জানান, খন্দকার আনিছুর রহমান একজন মানষিক বিকারগ্রস্থ উন্মাদ। তিনি সংবাদ সম্মেলন করে আমার নামে এবং মরহুম পিতার নামে অশালিন কুরুচিপূর্ণ মানহানীকর মিথ্যা বক্তব্য প্রদান করেন। এই আনিছুর রহমান ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপির কেন্দ্রীয় সিনিয়র নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দের নামে আপত্তিকর সম্মানহানীকর বিভিন্ন লেখা পোষ্ট ও শেয়ার করেন। যা নিয়ে তাকে বারবার বিএনপির নেতৃবৃন্দ ভৎসনা করেন ও সতর্ক করে দেন। তারপর তিনি তার অপকর্ম চালিয়ে যান।
তিনি লিখিত বক্তব্য আরো জানান, কিছুদিন পূর্বে কে বা কাহারা আনিছুর রহমানকে এ সব অপকর্মের কারনে ভৎসনা করেন তা তিনি জানেন না। যা নিয়ে তিনি অতিরঞ্জিত ভাবে টাঙ্গাইল বিএনপি পরিবারের অনেক ত্যাগী নেতা কর্মীর নামে সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্য প্রদান করেন। এ নিয়ে দলীয় নেতা কর্মীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। তিনি আমাকে’সহ আমার মরহুম পিতার নামে যে বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন।
তিনি জানান সুনামের সাথে রাজনীতি এবং সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছি। তিনি খন্দকার আনিছুর রহমানকে দল থেকে বহিস্কার এবং সামাজিক ভাবে বয়কটের আহবান জানান।
উল্লেখ্য এর আগের দিন ৬ মার্চ বৃহস্পতিবার টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক খন্দকার আনিসুর রহমান।