টাঙ্গাইলে চাঁদাবাজি, সন্ত্রাসী, ছিনতাই’সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে রাত জেগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও জেলার বিভিন্ন আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন নবাগত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-সেবা।
১ সেপ্টেম্বর রোববার টাঙ্গাইলে যোগদান করে রাতেই মহাসড়কের মির্জাপুর, দেলদুয়ার, বাসাইল, সদর থানা হয়ে গোড়াই থেকে শুরু করে যমুনা সেতু পূর্ব সড়ক পর্যন্ত এবং টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের কালিহাতি, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ি থানার গুরুত্বপুর্ন মোড়/পয়েন্টে পরিদর্শন করেন। এসব এলাকায আইনশৃংখলা রক্ষার্থে কোন ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাই এর মত অপ্রীতিকর ঘটনা না ঘটে এই বিষয়ে রাত্রিকালীন ডিউটিরত অফিসার্স ও ফোর্সদের প্রয়োজনীয় নিদের্শনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন’সহ জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তাগণসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।