টাঙ্গাইলে যাত্রীবেশে প্রাইভেটকারে উঠিয়ে বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে কালিহাতী থানা পুলিশ। ২৫ জানুয়ারি (শনিবার) রাত নয়টার দিকে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো.ইউনুস আলী(৩২) লালমনির হাটের আদিতমারী উপজেলার সারপুকুর সর্দারটারী গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, ২৫ জানুয়ারি শনিবার সন্ধ্যার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ক্লিনিকের সামনে থেকে মো. হাসান নামের এক ব্যাক্তিকে যাত্রীবেশে প্রাইভেটকারে তুলেন অপহরণকারীরা। পরে পরিবারের নিকট মুক্তিপণ দাবি করেন ওই চক্রটি। এসময় অপহৃতের পরিবার ওই চক্রের এক সদস্যের মোবাইল নাম্বারে ২৫ হাজার টাকা বিকাশে পাঠায়। পাশাপশি পুলিশকেও বিষয়টি জানায়। খবর পেয়ে কালিহাতী থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজার থেকে ক্যাশ আউট করার সময় অপহরণ চক্রের সদস্য ইউনুসকে গ্রেপ্তার করে। এসময় অপহৃত হাসানকেও উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, অপহরণ চক্রের বাকী সদস্যরা হাসানকে রাস্তায় ফেলে দ্রুত পালিয়ে যায় এবং পরিবারের পক্ষ থেকে পাঠানো ২৫ হাজার টাকা ও এটিএম কার্ড উদ্ধার করা হয়। এ ব্যাপারে কালিহাতি থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরেই অপহরণকারীকে আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইলে আইসিইউ বন্ধ: পর্যাপ্ত ডাক্তার নেই: রোগীরা আশানুরূপ সেবা পাচ্ছেন না
২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ৩৫০-৪০০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এই হাসপাতালে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা'সহ বিভিন্ন এলাকা থেকে রোগী আসে চিকিৎসা...







