মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বিয়ের পিঁড়িতে বসলেন বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম ও নীলা বেগম । দুপুর থেকেই রান্নাবান্নার কাজ শুরু হয়। এদিকে আবার দেখা যায় পাত্রীর হাতে মেহেদী দিয়ে সাজানো হচ্ছে। ২৬ মার্চ বুধবার টাঙ্গাইল সদর আকর টাকুর পাড়ায় পরিবেশবাদী ও অভিনেতা নুর মোহাম্মদ রাজ্য’র বাসায় এ বিয়ের আয়োজন করা হয়।
জানা যায়, প্রায় ৭৫ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুমের স্ত্রী মারা যাওয়ার কারণে তাকে দেখার মত কেউ ছিল না। প্রতিবন্ধী একমাত্র ছেলে প্রায় ৩ মাস আগে মারা যায়। মানবতাবাদী নূর মোহাম্মদ রাজ্য তাকে আশ্রয় দিয়ে নিজের কাছে রেখেছেন পিতৃ স্নেহে। তারপরও তাকে দেখাশোনা করার জন্য বিশেষ লোকের প্রয়োজন ছিল। সেই বিষয়টি বিবেচনা করে তাকে বিয়ে করানোর সিদ্ধান্ত নেন নূর মোহাম্মদ রাজ্য।
রাজশাহী মেডিকেল এর সেবিকা মোছা: নীলা বেগম। বিস্তারিত জানিয়ে তাকে এই বিয়ের প্রস্তাব দিলে তিনি রাজি হন। এমন মহৎ কাজ করতে পেরে সবাই আনন্দিত। নব-দম্পতি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বীর মুক্তিযোদ্ধা কবি আবু মাসুম ইতিপূর্বে দীর্ঘদিন ঢাকায় বাংলাবাজার পত্রিকায় সাংবাদিকতাও করেছেন। বর্তমানে তিনি কবিতা ও কলাম লিখছেন। সেই সাথে সামাজিক বিভিন্ন সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন।