টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ায় দুই মিষ্টির দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৩ এপ্রিল ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে এলেঙ্গা মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ায় রাজলক্ষী আদি পোড়াবাড়ি চমচম দোকানের মালিককে ২০ হাজার টাকা ও বনফুল মিষ্টির দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বেশ কয়েকটি মিষ্টির দোকানকে সতর্ক করে দেয়া হয়েছে।’