টাঙ্গাইলের দেলদুয়ারে মাটি বহনকারী ড্রাম ট্রাক চাপায় শফিউল্লাহ মিয়া (৪৭) নামে এক আনসার কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে উপজেলা হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিউল্লাহ মিয়া উপজেলার মৌলভীপাড়া গ্রামের হাবিবুল্লাহ ওরফে মজনু মিয়ার ছেলে। শফিউল্লাহ কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কমান্ডার (পিসি) হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনা সম্পর্কে দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোয়েব আহমেদ বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে আসে আনসার সদস্য শফিউল্লাহ। শুক্রবার ভোরে তিনি নামাজের পরে হাঁটতে বের হন। এক পর্যায়ে হাসপাতালের সামনে আসলে মাটি বহনকারী ড্রামট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।’